বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:-

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালি পাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- মো. এনাম (৫০) ও শহিদুল ইসলাম (২২)।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সোমবার রাতে এনাম ও শহিদুল বাগান পাহারা দিতে গাছের উপর বানানো টংঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে হঠাৎ বজ্রপাতে তাদের দুজনের মৃত্যু হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ওই টংঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে গাছের উপর টংঘর বানিয়ে বাগান পাহারা দিতেন তারা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে।

এদিকে একই উপজেলার মেরাখোলা এলাকার হিন্দু পাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামে এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে।

About খোলা বার্তা নিউজ ডেস্ক

Check Also

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ক্যশৈহ্লা মার্মা

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ক্যশৈহ্লা মার্মা। তিনি বাংলাদেশ কারাতে …