বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ৩

বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ বৃস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে থানচি সড়কের জীবননগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মঞ্জুর আলম, হামিদুল ইসলাম এবং মো. জয়নাল।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটকের দল নোহা গাড়িতে করে বান্দরবানে আসে। সে নোহা গাড়ি নিয়ে সকালে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।

থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) সত্য ব্রত চাকমা বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে তিনজন মারা গেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Check Also

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ক্যশৈহ্লা মার্মা

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ক্যশৈহ্লা মার্মা। তিনি বাংলাদেশ কারাতে …