বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানে পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ বৃস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে থানচি সড়কের জীবননগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মঞ্জুর আলম, হামিদুল ইসলাম এবং মো. জয়নাল।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটকের দল নোহা গাড়িতে করে বান্দরবানে আসে। সে নোহা গাড়ি নিয়ে সকালে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।
থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) সত্য ব্রত চাকমা বলেন, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে তিনজন মারা গেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।